প্রতিবাদ 🔥
Aug 17, 2024
মানবিকতা আজ বিপন্ন।
নারী হয়েছে ভোগ্যপণ্য।।
মায়ের জাত আজ মাঠে মরা।
দানবিকতা আজ নাড়ছে করা।
দিতে হবে সেই দানবদের দন্ড।
যারা মানবিকতাকে করেছে খন্ড।।
ঢাল নয় আজ চাই তরোয়াল।
প্রদীপ নয় আজ জ্বালাবো মশাল।।
দগ্ধ করবো দানদের হুংকার।
দানবদের হবে পূর্ণ সংহার।।
আজ শ্যামা নয়, চন্ডী চাই।
ক্ষমা নয়, শাস্তি চাই।।
শিব নয় ,আজ চাই ভৈরব।
যুদ্ধ করে ফেরাবো গৌরব।।
বাঁশি নয় আজ চাই পাঞ্চজন্য।
অসুরের রক্তে চন্ডীকে করবো ধন্য।।